রাশা নোয়েলের পাঁচটি কবিতা

১. সামাজিক মেলামেশা এইঃ সর্বৈব মানুষকে নিয়ে কবিতা লেখা হয়ে গেছে অসংখ্য, অগুনতি কবি। রাফ বৈচিত্র্যময়, কলমের বৃহত্তম ম্যানগ্রোভে কবিতার সুচতুর দাবাড়ু হবার আগে একজন কবি-র শব্দের পর শব্দের গ্রুনফেল্ড ডিফেন্স বিস্মিত করে নিতান্ত পৃথিবীকে৷ চৌষট্টি ঘর সাজিয়ে পরখ করে দেখা যেতে পারে তার মানবীয় নমুনা৷ এদের মধ্যে প্রকৃতি ব্যতীত আর কোনো ব্যতিক্রমী কিছু চিন্তার সন্নিবেশ নেই। একজন মানুষ নেক থাকতে থাকতে শয়তান হয়ে উঠতে পারে একজন কবি শয়তান বেল্লিক থেকে দ্রুত হয়ে যায় কবিতার সুচতুর দাবাড়ু। এই আমূল পরিবর্তন শোভা বর্ধন করে প্রকৃতির। শেষতক সামাজিক মেলামেশার অভ্যাসটা আমৃত্যু সরব…

Read More