নাদিয়া জান্নাতের তিনটি কবিতা

বেদনা দীর্ঘজীবী হইতেছে যেহেতু…. আধমরা শালিকরে বুকে পুষে বড় আরাম পাইতেছি। ঝিলিক দিয়া রোদ আসতেছে। সেই রোদে শালিকের জন্যে ধান ছিটাইতেছি শালিকটা নাচতে নাচতে বুকের ভেতর আসতেছে, কিন্তু কোন ধান খাইতেছে না। আমি অবশ্য জোরাজুরি করতেছি— সে শুনতেছে না। সে কেবল নাচতেছে আর নাচতেছে— আমার হঠাৎ করেই মনে হইলো এটা তো অঘ্রাণ মাস। ধানকাটা হয়ে গেছে। এখানে সেখানে মাঠে— ঘাটে ধান শুকানোর বেলা এখন। আধমরা শালিকটার আর ধানের অভাব নাই। তবুও, ধানের লোভে পাখিটা যে আসতেছে, বুকের ভেতর এইটা ভেবে প্রচুর আনন্দ পাইতেছি আমি   আমলনামা তোমারে যে দুনিয়ায় রেখে…

Read More