মৃত্যু স্মৃতি নিয়ে চা-আলাপ ।। চাঁদনী মাহরুবা

চোখেরবালি ২য় পত্র পৃথিবীর পুরাতন যীশু কাল ধরে, কোন এক জেসাস হেঁটে চলেছে কোথাও! ধুলো লীন চোখেমুখে, লেগে আছে সহস্র সফরনামা। ক্রুশের কিছু ব্যথা কুয়াশায় ঝরে গেছে চুপচাপ। পবিত্র খেজুরফল ফুটছে শীতের শেষে। সুদীর্ঘ পথ জুড়ে তার, কেউ পড়ে চলেছে বিষন্ন বাইবেল। ♦ যাত্রা অশুভ রাশিফলের ভেতর ঝরছে অজস্র যাত্রাপথ। নিরেট রাস্তায় সাইসাই করে ছুটছে অশুভচিহ্ন। বাড়ি ফেরার কাছেই উবে গেছে আয়ুরেখা। একধারে বরফের মতো জমাট রক্ত। পোড়া হাড়-মাংস আর মবিলের ঘ্রাণ উপ্রে চলে যাচ্ছে শ্রুত গন্তব্য…. বাস, ট্রাম অথবা সময়কাল। হে মহামতি, এবার তবে যাত্রাবিরতি নিন। শুনুন,পা হারাবার দুক্ষ…

Read More