সা র শু’র তিনটি কবিতা

১. স্মৃতিগুলা হইয়া উঠুক একটা সাজানো গোছানো ফটো অ্যালবাম। অথবা মনে করো, সিন্দুকে তুইলা রাখা কিছু পুরাতন চিঠির খাম। মন চাইলে খুইলা নাইড়া চাইড়া দেখলাম। কোন বিচার নাই, কোন সংযোগ নাই। যা আছে যেমন, তেমনই। বাতাস যেমন নির্বিচারে হাত বুলায় গাছের পাতায়, কিংবা ঝরনা যেমনে গড়ায়ে যায় পাথরে পাথরে। তেমনে এক একনিষ্ঠ দর্শক হইয়া, দেখতাম তাগোরে। তারপর ইচ্ছা করলেই, আবার তুইলা রাখতাম, যত্নে। যেমন আছে তেমন। অ্যাজ ইট ইজ।  (আগস্ট ২, ২০ || মধুপুর)

Read More