মৌলিক মজুমদারের সাতটি কবিতা
বেত্রবতী শুয়ে আছে সিনেমার মতো তারপর ঘেঁটে দেখলাম কোনো চিহ্ন নেই চেঁছে তুলে নিয়ে গেছে কবচ কুন্ডল জেগেছে শরীরব্রহ্ম উপত্যকাময় আশীর্বাদী ফুল তুমি অশেষে দিয়েছ। জোড়া ডানা পিঠে নিয়ে আমি বীতশোক অনেক উড়েছি প্রেমে সূর্যের কন্দরে চাকা বসে যাওয়াটাই যুগধর্ম নয় সময় সারাতে পারে যাপনের ক্ষত। বেত্রবতী শুয়ে আছে সিনেমার মতো শুক্রতারাটির মতো জ্বলে আছে রাতে ডানায় কি এত জোর পাবো কোনোদিনও ঝাপটাই যত ডানা পরাভব প্রিয়! প্রেম ছাড়া চোখ নেই অয়ি চক্ষুষ্মতী চোখ ভরে দেখি শুধু নদী মরে গেছে শুঁড়িখানা খুলে গেলে ডানা ঝরে যায়…
Read More