মিজানুর রহমান রুবেলের কবিতা
মুহূর্ত রসুইঘরে, হঠাৎ দুধের পেয়ালা অসাবধানে উল্টে গেলে তুমি তুলে আনো- শিমুল কাঁটার ছায়ায় নতমুখে দাড়িয়ে থাকা অন্ধকারে আমার একলা অতীত, আমার আজন্ম কৃতঘ্ন স্মৃতি- কেবল আমার মায়ের শ্বেত স্তনযুগল। পিতার দেয়া রূপোর পুরোনো বালা জোড়া হাতে নিয়ে যে মা অবহেলায় একা একা গিয়েছে মরে আমার এক প্রাচুর্যের সকালে।। তোমারে মনে রাখি আমি ডানায় দুরন্ত জীবনের অন্ধ ভায়োলিন বাজিয়ে মূহুর্তের ব্যবধানে তুমি উড়তে উড়তে মেঘের সীমানা পেরিয়ে গিয়েছো অবলীলায়; চেনা দিগন্তের সরল জ্যামিতি তুমি চীড়ে দিয়েছো সহস্রবার- ধারালো নখের আঘাতে। অথচ, দেখো- কালো মেঘের মতন আদিম এক ব্যামোর অভিশাপে একদিন…
Read More