অক্ষর প্রবালের ৫ টি কবিতা

বুনট নীতি বিচ্ছিন্ন সমুদ্র মাদকতায় উড়ে গেছে নেশাতুর ঠোঁট তাই পথ হারিয়ে পা খুঁজে নেয় জুতোর গভীরতা। পথ কখনো বোঝে না ক্ষুধার গৌরচন্দ্রিকা- শুয়ে থাকে ঘাসের কান ঘেঁষে বিমূর্ত পথচারীর পা’য়। আবেগ অতি আঁঠালো কিসিমে’র ছাই গুটি হয়ে জমে যায় আঁটুলির ন্যায়। সঞ্চিত দুঃখ তবু খুঁজে ফেরে ঠোঁটের আয়ুরেখা। যার গোড়ায় লুকিয়ে আছে আয়ুর্বেদি প্রেম। কিন্তু জানে না- মাছ বিনিময়ের দুপুরে এদেশে মাছের গন্ধ- ‘হারাম’।   ফ্যাকাশে কাহন দৃশ্যের শেষে দাঁড়ি দিয়েও তার শেষ নামছে না এখনো। এখনো রঙিন কিশোর তুফান চারিদিকে সায়ানাইড ছিটিয়ে সব স্তব্ধ করে দেবে একদিন। তবুও…

Read More