কয়েকটি কবিতা ।। জেরী চন্দ
বিহান ১. হাজার চিঠি চিৎকার পাঠানো হয়েছে উপত্যকার শিশুদের কথা ভেবে ঈশ্বর মৃদু হেসেছেন ঘুমের ঘোরে- সেদিন থেকে ঈশ্বরকে ঈর্ষা করেছে উপত্যকার শিশুরা ২. রোদমাখা চেহারা নিয়ে জন্ম নিয়েছে এইচআইভি পসিটিভ শিশু বড়দিনের ভোরে- ক্রুশবিদ্ধ পায়ে হিমশীতল কালো রক্ত, আর দেখা যাচ্ছে না এবারে আমি সব অভিজ্ঞতা জলাঞ্জলি দিয়ে একটি খাদে নেমে যাবো ৩. হাঁসের মাংস পুড়াচ্ছে কতগুলি উপজাতি বালক আমার কোনো বাড়ি নেই আর থাকলেও- সেখানে আমাকে আর থাকতে দেওয়া হবে না আমি অচেনা মানুষ অপূর্ব অজস্র অচেনা মানুষের সঙ্গে বসে ভাত খেয়েছি বহুবার! …
Read More