মারমা লোকগল্প ।। আপ্যায়াং

পাহাড় থেকে দূরের কোন এক গ্রামে এক অলস ব্যক্তি বাস করতো। নাম ছিলো তার আপ্যায়াৎ। সারা বছরে গোসল করতো মাত্র দুর্দিন। সেটাও এমন যে, রিং পোর্ট্রে’র দিনে প্রতিবেশিরা এসে যদি পানি ছিটিয়ে দিলো তো একটা দিন গোসল হয়ে যায়। আবার কোন একদিন যদি কোনভাবে ঝর্ণার কাছে যেতে হয়তো সেখানেও আশপাশের লোকেরা জোর করে ধরে পানিতে চুবিয়ে দেয়। এই দুই ক্ষেত্রেই সে ঘরে ফিরে প্রতিবেশিদের গোষ্ঠি উদ্ধার করে গালমন্দ করতে থাকে। এমনকি বিছানা থেকে উঠ বসে ভাত খেতেও আলস্য লাগে তার। হঠাৎ একদিন তার খুব আম খেতে ইচ্ছে করলো। কিন্তু সে…

Read More