আরাফাত মাহমুদের তিনটি কবিতা
জীবনমাত্রা
আমাদের অমিত্রাক্ষর প্রেমের স্বরব্যঞ্জনা সুখে ঘুচিয়ে দিবো অমরাফুলের দুঃখ। তারপর ফিরে যাবো মুক্তছন্দ প্রেমে— আমাদের সূচনাসুখে। প্রেমবানে সারিয়ে তুলবো রাষ্ট্রীয় বিমার, দূরস্থ দেহে বাজাবো পঞ্চানন্দের সুর। আর অস্থির সময়ে লিখবো উর্জস্বী প্রেম অথবা ঘরহীন সংসার।
গারদ এণ্ড ব্রাদার্স
প্রেমে ও মসনদে, আদরে ও খুনে, গারদ এক আশ্চর্যতম উৎযাপন— গারদ মূলত ঝুলে থাকে ক্ষমতার অলিন্দে।
গারদহীন পৃথিবীতে ক্ষমতা মিথ্যা ও ফিকে।
পাখির দাঁত
মানুষ কখনো পাখি হতে চায় না
তারা চায় তাদেরও থাকুক দুটি কার্যকর পাখা