নাড়ি ।। জিন্নাতুন জান্নাত

নাড়ি সিরিজ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে নাড়ি বলতে আসলে আমি কি বুঝি।
আমার কাছে নাড়ি মানে আমার দেশ, আমার বাড়ি, আমি এবং আপনিও। আর একটু সহজভাবে যদি বলি, আমরা প্রায়ই বলি নাড়ির টান সেইটা আসলে দেশকে নিয়ে বলি।
আর ছোটবেলায় শুনেছি বাবা বলতো যেখানে যার নাড়ি পোতা থাকে সেখানের আলাদা একটা আপন অনুভুতিও বিদ্যমান থাকে আর তা হচ্ছে যার যার গ্রামের বাড়ি।
‘আমি’এটা সম্পূর্ণ নিজের অনুভূতি । এই অনুভূতির গল্প দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই নিজস্ব। নিজেকে জানা সবচেয়ে কঠিন এবং সহজ আর এটা জরুরী সবার জন্যই।
আর সর্বশেষে আপনি কেননা প্রত্যেকটা মানুষই আলাদা, আলাদা তাদের গল্প, আলাদা তাদের জীবনবোধ ভাবনা অর্থাৎ সব কিছুই।

এক্সপ্রেশন নিয়ে কাজ আমার বরাবরই পছন্দের। আমার পেইন্টিং-এ আমি সবসময় চাই দেশীয় কালার চার্ট বা কোনো একটা ফর্ম পেইন্টিং-এ আনতে, যেন দেশি একটা ছাপ থাকে।
এই সিরিজে আমি এমনটাই চেষ্টা করেছি, লোকাল কালার এবং দেশীয় ফর্ম নিয়ে নিজের মতন এক্সপেরিমেন্ট করেছি।

-জিন্নাতুন জিন্নাত

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

(৯)

(১০)

(১১)

(১২)

(১৩)

(১৪)

(১৫)

(১৬)

(১৭)

(১৮)

(১৯)

Related posts