ফরহাদ নাইয়ার ০৫টি কবিতা
০১ আমার মাথা থেকে উড়ে গেছে একটি ফরিং তাকে আটকাতে গিয়ে চারদিক ঘাস হয়ে আছে সেরকম ঘাসের পিঠে শুয়ে ভাবছি গরুর কথা কে কার জীবন নিয়ে যায়… বহুকাল বেঁচে থেকে আমিতো একটি মশাও মারতে পারিনি অথচ হুলের ভেতর দিয়ে এতদুর মরণ আসে আমি তাকে ফেরাতে পারিনা হাত ধরে বাড়ি নিয়ে যাই … ০২ হলোনা কিছুই বলে হয়েছে যা তাকি বাতাসের চেয়েও হালকা? আমার মনের থেকে ভারী কোন কিছু টেনে তুলিনি আজো।এর থেকেও হৃদয় পড়ে গেছে চোখের গভীরে, আজ আর টেনে তোলা যাচ্ছেনা জল। তুমি বরং এই শরীর নিয়ে যাও সূর্য…
Read More