মাহ্ফুজ সরকারের দুটি কবিতা
এপিটাফ
আমার সামনে সারি সারি জীবিত কঙ্কাল ,
টাকার অমসৃণ ত্বকে খোঁজে সুঘ্রাণ,
তাৎস্বরে চেঁচ্ছাছে, গদিতে বসে
বীর্য পান করা মন্ত্রীর দল।
রাণী চলে গেছেন ঈশ্বরের আসনে,
আসরের চারপাশে পাওয়া গেছে
তেলের খনি।
স্তন সর্বস্ব নারী ধোয়া তুলসিপাতা,
বাজার ভর্তি হাওয়াই বেলুন।
শুদ্ধতায় ভাড়ামি, তত্ত্ব-ফত্ত্ব
যত্র-তত্র মূত্রপত্র।
আমার সামনে সারি সারি জীবিত কঙ্কাল
দৃশ্য -ভ্রম
দেখতে পারা
অন্ধত্বের মূল,
দৃশ্য আমাদের বিচ্ছিন্ন করে।
আলোতো ভূমিষ্টই হয়
আঁধারের গর্ভ হতে।
আলো সমগ্রের উপরে পড়ে না
বরং ক্ষুদ্রতাকেই স্পষ্ট করে।
আমরা যা দেখি, যেভাবে দেখি
তাই আমাদের অন্ধ করে।
একটি দেখা
শত অদেখার গল্প।